সুন্দরবনের বাঘের হানায় দুইজনের মৃত্যু !!!


Indiapost24 Web Desk :  পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের গাজীর খাল এলাকায় তিনসঙ্গী মধু সংগ্রহ করতে যায়| সেই সময় নগেন মাঝি  ও জগবন্ধু বিশ্বাস নামের দুইজনকে বাঘ টেনে নিয়ে যায় |

স্বপন মন্ডল নামে এক ব্যক্তি কোনরকমে প্রাণ হাতে করে পালিয়ে ফেরেন| বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদের কাছে মধু সংগ্রহের অনুমতি ছিল না| বাঘের হানায় আবার নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে সুন্দরবন অঞ্চলে|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment