বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রাহুল গান্ধীর ধরনা , অনশন !!!


NNS : সারা দেশে দলিত নিগ্রহ , সাম্প্রদায়িক হিংসা সহ নানা বিষয়কে সামনে রেখে আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নয়া দিল্লির রাজঘাটে ৬ ঘণ্টার জন্য অনশন , অবস্থান বিক্ষোভে সামিল হন | রাজঘাটে রাহুলের অবস্থানে অংশ নেন বিশাল সংখ্যার কংগ্রেস নেতা , ও কর্মি সমর্থকরা | 

রাহুল গান্ধীর আজকের অবস্থান , অনশনকে বিজেপি নাটক বলে প্রতিক্রিয়া দিয়েছে | কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধানভবনের সামনেও কংগ্রেস নেতা ও দলীয় কর্মিরা অনশন , অবস্থানে সামিল হন | দেশের বিভিন্ন অংশে কংগ্রেস আজকের প্রতিবাদ বিক্ষোভে দলীয় নেতা , কর্মি ও সমর্থকদের সামিল করেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment