NNS : মক্কা মসজিদ বিষ্ফোরণ মামলায় রায়দানকারী বিশেষ এন আই এর আদালতের বিচারকের পদত্যাগ খারিজ করে দিল অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হাই কোর্ট | ১৬ ঐ এপ্রিল এই মামলার রায়দানের পর পদত্যাগ করেছিলেন বিচারক রণবীর রেড্ডি | অবিলম্বে তাঁকে কাজে যোগ দিতে বলা হয়েছে |
২০০৭ সালের ১৮ ঐ মে হায়দ্রাবাদে মক্কা মসজিদে বিষ্ফোরণে মৃত্যু হয় আট জনের | আহত হয় 58 জন | এই হামলায় পাঁচ অভিযুক্তকে সোমবার বেকসুর খালাস করে দেয় এন আই এর বিশেষ আদালত | তার কয়েক ঘণ্টা পরেই পদত্যাগ পত্র জমা দেন মামলার রায়দানকারী বিচারক রণবীর রেড্ডী |
0 comments:
Post a Comment