বিজেপির অস্বস্তি বাড়িয়ে পাঁচ রাজ্যে হিংসা বনধ !!!

 
NNS : বিজেপির অস্বস্তি বাড়িয়ে পাঁচ রাজ্যে হিংসা বনধ  ঘটল বিভিন্ন দলিত সংগঠণের ডাকে সারা দেশ জুড়ে | রাজস্থান , ঝাড়খণ্ড , মধ্যপ্রদেশ , উত্তরপ্রদেশ , পাঞ্জাবে হিংসা অবরোধ শুরু হয়েছে ভারত ব ন ধ | তপশীলি ভুক্তদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে থাকা আইন লঘু করার সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে | 

দেশ ব্যাপী বিভিন্ন জায়গায় রেল অবরোধের জেরে আটকে পড়েছে বেশ কিছু ট্রেন | অন্যদিকে পাঞ্জাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা জানিয়েছে সেখানকার সরকার | পিজান্টস অফ ওয়ার্কস পার্টি , প্রকাশ আম্বেদকরের ভারিপ বহুজন মহাসংঘ , সিটু , জাতি অনন্ত সংঘর্ষ সমিতি , রাষ্ট্রীয় সেবা দল , ন্যাশনাল দলিত মুভমেন্টস ফর জাস্টিস এই বন্ধ কে সমর্থন করেছে |

 ২০ মার্চ সুপ্রিম কোর্টের তরফে জানান হয় সরকারী কর্মচারিদের বিরুদ্ধে ব্যাপক হারে এসসি , এসটি আইনের অপব্যাবহার করা হচ্ছে | ফলে নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও সরকারী কর্মিকে গ্রেপ্তার করা যাবে না | অন্যদের ক্ষেত্রে ব্যাবস্থা গ্রহণে সিনিয়র পুলিশ সুপারের অনুমতি লাগবে | এই রায়ের বিরোধিতা করা হয়েছে দলিত সংগঠনগুলির তরফ থেকে | 

জানা গিয়েছে সোমবার এই রায়ের বিরুদ্ধে সৰ্বোচ্চ আদালতে আবেদন জানাতে চলেছে কেন্দ্ৰীয় সরকার | তবে পাঁচ রাজ্যের ঘটনায় যে মোদি সরকার ও বিজেপি দল চরম অস্বস্তিতে তা বলাই শ্রেয় |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment