সোনারপুরে গুলিতে খুন আইএনটিটিইউসি নেতা !!!


Indiapost24 Web Desk : দক্ষিণ 24 পরগনা সোনারপুরে আততায়ীর গুলিতে খুন হলেন তৃণমূলের ট্যাক্সি ইউনিয়নের সম্পাদক সমীর মিস্ত্রী| 

গতরাতে বাড়িতে খাবার খাওয়ার সময় দুষ্কৃতীরা বাইরে থেকে গুলি করে || আশঙ্কাজনক অবস্থায় সমীর মিস্ত্রিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়| 

সমীর মিস্ত্রীর স্ত্রী জানিয়েছেন, পাড়ায় কিম্বা সংগঠনে কারও সঙ্গে কোনো রকমের রেষারেষি ছিল না|এই খুন নিয়ে  পুলিশ তদন্ত শুরু করেছে|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment