এদিন পুরস্কারের ঘোষণা হয় নায়াদিল্লির শাস্ত্রীভবনে | জুরি সদস্যরা একটি সাংবাদিক সম্মেলন করে এবছরের জাতীয় চলচিত্র পুরষ্কারের তালিকা ঘোষণা করেন | সেরা জনপ্রিয় ছবির তকমা পেলেন ' বাহুবলি ২ ' | সেরা সঙ্গীত পরিচালক হিসাবে সম্মানিত এ আর রহমান | ' মম ' ছবির জন্য এই সম্মান পেলেন তিনি | উল্লেখ্য ঋদ্ধির নাম উচ্চারণের সময় তাঁর ভূয়সী প্রশংসা করেন জুরি প্রধান শেখর কাপুর | ঋদ্ধির প্রশংসা করে এদিন শেখর কাপুর বলেন গত দশ বছরে এরকম অভিনেতা দেখা যায়নি | ঋদ্ধি জানান এই সাফল্যের জন্য অনেকটাই কৌশিক গঙ্গোপাধ্যায় , ঋত্বিক চক্রবর্তীর কাছে তিঁনি কৃতজ্ঞ | পাশাপাশি ঋদ্ধির কেরিয়ারে তাঁর মায়ের অবদানের কথাও এদিন উল্লেখ করেন এই তরুণ অভিনেতা |
আগামী ৩ রা মে প্রাপকদের হাতে পুরষ্কার তুলে দেবেন রামনাথ কবিন্দ | প্রসঙ্গত , পুরস্কারের তালিকার মধ্যে ঘোষিত হয়েছে দাদা সাহেব ফালকে সম্মানও | এবছর দাদা সাহেব ফালকে সম্মান পাচ্ছেন প্রয়াত বিনোদ খান্না | সেরা পরিচালকের তকমা পেলেন মলয়লাম পরিচালক জয়রাজ | শ্রেষ্ট অভিনেত্রীর শিরোপা শ্রীদেবী পাওয়ার পাশাপাশি পার্শ্ব চরিত্তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠত্বের তাজ জিতলেন দিব্যা দত্ত |
0 comments:
Post a Comment