স্নেহাশিষ মুখার্জি :
গতকাল বিরোধীদের দাবী মেনে নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিং মনোনয়ন পেশের সময়সীমা বৃদ্ধি করে আজ বিকেল তিনটে পর্যন্ত্য করেছিলেন | কিন্তু আজ মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির গতকালের নির্দেশিকা প্রত্যাহার করলো রাজ্য নির্বাচন কমিশন | গতকাল রাজ্য নির্বাচন কমিশন নির্দেশ দেয় , মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়ানো হল | অর্থাৎ ১০ ঐ এপ্রিল দুপুর তিনটে পর্যন্ত্য মনোনয়ন জমা দেওয়া যাবে | সেই মতো খবরও করা হয় |
এরপরই তৃনমূল কংগ্রেসের তরফে দেখা করা হয় রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে | দলের সহ সভাপতি কল্যাণ ব্যানার্জীর চিঠি দিয়ে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানান হয় | প্রশ্ন তোলা হয় , এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে | নির্বাচন কমিশনে চিঠি পাঠান রাজ্য সরকারের বিশেষ সচিবও | নির্দেশিকা প্রত্যাহারের ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিংয়ের ওপর প্রবল চাপ তৈরি করা হয় বলে বিরোধীদের অভিযোগ | এদিকে তৃনমূল কংগ্রেস ও বিশেষ সচিবের সেই চিঠি গুলি হাতে পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন ২০০৩ খতিয়ে দেখে | তারপরই বৈধতার প্রশ্নে গতকালের নির্দেশিকা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় |
উপরোক্ত আইনের ৪৬ ধারায় উল্লেখ রয়েছে (২) , মনোনয়ণের সময়সীমা বৃদ্ধির নির্দেশ থাকতে হবে মূল নির্দেশিকাতেই | অর্থাৎ আলাদা করে দিনক্ষণ বাড়ানোর কোন বিধি নেই সেখানে | কমিশনের নজরে আনা হয় বিষয়টি | প্রশ্ন তোলা হয় , নির্দেশিকা জারির সময় নিয়েও | গতকাল বিকেল ৩টের পর অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারি করা হয় | প্রশ্ন ওঠে তার বৈধতা নিয়েও | শুধু তাই নয় , গতকাল রিট পিটিশনের c) - ৩০২ অফ ২০১৮ শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টও বলে মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে নির্দিষ্ট আইন মেনে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন |
সবদিক খতিয়ে দেখে রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা বাতিল করা হয় | ফলে বিরোধীরা শেষপর্যন্ত্য মনোনয়ন জমা দেওয়ার যে আশা করেছিলেন সেটা বিফলে গেল | এদিকে বিজেপি নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে | বেসরকারি মতে প্রায় ৫০ শতাংশ আসনে মনোনয়ন পরলেও তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল |
0 comments:
Post a Comment