NNS : মক্কা মসজিদ বিষ্ফোরণ মামলা নিয়ে ফের মুখ খুললেন অল ইন্ডিয়া মজলিস - ই ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসির |
এই মামলায় তদন্তকারী সংস্থা এন আই এ অন্ধ ও বধির হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি | সেই সঙ্গে তিনি বলেন এন আই এ আদালতের রায়ের বিরুদ্ধে মৃতদের পরিবার যদি আবেদন করে তবে তাঁদের সাহায্য করবেন | আসাউদ্দিন ওয়াইসি বলেন , এন আইকে মানুষ খাঁচা বন্দি টিয়া বলে | কিন্তু আমি তাঁদের অন্ধ এবং বধির ও বলব |
0 comments:
Post a Comment