Indiapost24 Web Desk : স্টিল উৎপাদনে এশিয়ার দৈত্য চীনের পরই ভারত| জাপানকে ছাড়িয়ে গেল ভারত ফেব্রুয়ারিতে ভারতে স্টিল উৎপাদন বৃদ্ধি হয়েছে 3.4 শতাংশ | মোট উৎপাদন হয়েছে 8 দশমিক 4 মিলিয়ন টন|
অন্যদিকে জাপান উৎপাদন করেছে 8 দশমিক 2 মিলিয়ন টন| এই একটি মাস নয়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে স্টিল উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থান দখল করলো ভারত| উৎপাদনে ভারতের আগে রয়েছে চীন| 2017 সালেও ভারতের স্থান ছিল তৃতীয়| 2017 সালে জাপানের স্টিল উৎপাদন ছিল 104 দশমিক 7 মিলিয়ন টন| সেখানে ভারত 101.4 স্টিল উৎপাদন করেছিল| 2016 সালে এই ফারাক ছিল 9 দশমিক 3 মিলিয়ন টন| 2015 সালে 16 মিলিয়ন টন ফারাক ছিল|
প্রতিবছরই ব্যবধান কমাচ্ছিলো ভারত| 2018 সালের শুরুতেই পিছিয়ে গেল জাপান|২০১৬ সালের ফেব্রুয়ারির তুলনায় এবছর ফেব্রুয়ারির স্টিল উৎপাদন বৃদ্ধি পেয়েছে 3 দশমিক 43 শতাংশ|
0 comments:
Post a Comment