Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনায় ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটেছে | গতকাল দুপুরে এই ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটে | মুখ বাঁধা একাধিক দুষ্কৃতি হানা দেয় | আগ্নেয়অস্ত্র দেখিয়ে কর্মি ও গ্রাহকদের বসে থাকতে বাধ্য করে |
ব্যাঙ্কের কর্মিদের ভয় দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা লুঠ করা হয়েছে বলে জানা গিয়েছে | তবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সারা রাজ্য ব্যাস্ত থাকায় বিষয়টি গতকাল প্রকাশ্যে আসেনি গতকাল দুপুরে | পূর্ব বর্ধমানের কালনায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কালনা সিঙ্গারকোন শাখা | হটাৎই সেখানে অস্ত্র হাতে হানা দেয় বেশ কয়েকজন দুষ্কৃতি | কর্মি ও গ্রাহকদের একপাশে সরিয়ে রেখে লুট করা হয় প্রায় ৩০ লক্ষ টাকা | তবে পুরো ঘটণাটি সিসিটিভি বন্দি হয়েছে |
গ্যাঙের সদস্যরা রাজ্যের না বাইরের তা খতিয়ে দেখছে পুলিশ | সিসিটিভি ফুটেজ সঠিকভাবে পরীক্ষার জন্য পুলিশের তত্বাবধানে কলকাতায় পাঠান হয় | ঘটনার পরে পশ্চিমবঙ্গের আশেপাশের জেলাগুলিকে সতর্ক করা হয় | এখন কালনার ডাকাতির কিনারা করা পুলিশের পক্ষে সম্ভব হয় নি |
0 comments:
Post a Comment