বিজেপিতে বেপাত্তা লক্ষণ শেঠ বাহিনী !!!


NNS : সিপিএমের প্রাক্তন নেতা তথা তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ ও তার বাহিনী সিপিএম থেকে বহিস্কৃত হয়ে গেরুয়া শিবিরে যোগ দেন| বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দিলীপ ঘোষ লক্ষণ শেঠ ও তাঁর অনুগামীদের আয়োজিত বেশ কয়েকটি সমাবেশে যোগ দেওয়ার পর লক্ষণ শেঠ ও তার অনুগামীরা আশা করেছিলেন যে, পঞ্চায়েত ভোটে হলদিয়া মহকুমায় তারা দলীয় প্রতীকে ভোটে লড়বেন|

 কিন্তু লক্ষণ শেঠ ও তার অনুগামীদের বিজেপির টিকেট না দেওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন| আগামী লোকসভা ভোটেও যে তারা গুরুত্ব পাবেন না তা ক্রমেই পরিস্কার হচ্ছে|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment