Indiapost24 Web Desk : মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পত্নী রত্না চট্টোপাধ্যায় আবার মুখ খুলে বিষ্ফোরণ ঘটালেন | তাঁর দাবী যে , অর্থনৈতিক ভাবে শোভন চট্টোপাধ্যায়কে সাহায্য করেছিল আমার পরিবার | ওঁর এত টাকা আছে ইডিকে জানালেন না কেন ? ৫ মাস ধরে সন্তানদের খোঁজই বা নিচ্ছেন না কেন ? ওনাকে আমার সাথে কাশ্মীরে যেতে হবে না , উঁনি কলকাতাতেই থাকুন |
মেয়রের সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলার প্রেক্ষিতে মন্তব্য মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়ের | এদিকে রাজনৈতিক মহলে জল্পনা যে , দলের চাপে শোভন দেব চট্টোপাধ্যয় তাঁর নতুন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছেন |
0 comments:
Post a Comment