বহরমপুরে ধৃত ভুয়ো ডাক্তার !!!


Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের গোরা বাজার এলাকা থেকে পুলিশ একজন ডাক্তার ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে|                                                     বহরমপুর থানার পুলিশ সদানন্দ সরকার নামে ডাক্তারকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে| গোরা বাজারে তার চেম্বার সিল করে দেওয়া হয়েছে|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment