NNS : পশ্চিমবঙ্গের মালদহ বাংলাদেশ সীমান্তে আজ ভোররাতে বি এস এফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারী| ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদহ জেলার বৈষ্ণবনগর থানার দৌলতপুর গ্রামে| মৃতের নাম আইজুল শেখ । বাড়ি দৌলতপুর গ্রামেই ।
গ্রামের বাসিন্দাদের বক্তব্য, বয়স কম হলেও বেশ কিছুদিন থেকেই চোরাকারবারের সঙ্গে জড়িয়ে পড়েছিল আইজুল | এলাকার কুখ্যাত পাচারকারীদের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছিল| এর আগে বেশ কয়েকবার তার নামে পুলিশে অভিযোগ দায়ের হয়|
বি এস এফ সূত্রে জানা গেছে যে, আজ ভোররাতে দৌলতপুর গ্রামে ভারত-বাংলাদেশ কাঁটাতারের বেড়ার কাছে কয়েকজন পাচারকারী জড়ো হয়| কর্তব্যরত জওয়ানরা তাদের তাড়া করে|
তাড়া খেয়ে পালিয়ে যাওয়ার পরিবর্তে তারা আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের দিকে তেড়ে আসে| আত্মরক্ষার জন্য জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন| গুলি লাগে আইজুলের বুকে| ঘটনাস্থলেই মারা যায় সে|
0 comments:
Post a Comment