NNS : উত্তরপ্রদেশের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বাইরে ছাত্র-পুলিশ সংঘর্ষে জখম 41 জন| তাদের মধ্যে 28 জন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া| বাকিরা পুলিশকর্মী| গতকাল এই সংঘর্ষ হয়| মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখা নিয়ে বিতর্কের সূত্রপাত|
মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখা নিয়ে একটি গ্রুপ মঙ্গলবার বিক্ষোভ দেখায়| এর প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায় অপর একটি গ্রুপ| বিক্ষোভকারীরা মিছিল করে থানার দিকে যাওয়ার সময় তাদের পথ আটকায় পুলিশ| তারপর সংঘর্ষ বেধে যায় পুলিশের সঙ্গে|
0 comments:
Post a Comment