উত্তরপ্রদেশে গ্রেপ্তার বৈজ্ঞানিক !!!


NNS : উত্তরপ্রদেশের আগ্রায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার করা হল এক বৈজ্ঞানিককে ।উত্তরপ্রদেশের আগ্রায় তাজগঞ্জ  থানা এলাকার ঘটনা । অভিযোগ, নিজের বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে ঐ নাবালিকাকে ঐ বৈজ্ঞানিক যৌন নিগ্রহের চেষ্টা করে।  

নাবালিকা বিষয়টি তার ' মা ' কে জানায়।  তারপর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হলে গ্রেপ্তার করা হয় ঐ বৈজ্ঞানিককে । বিষয়টি প্রকাশ্যে আসার  পর মুখ খুললেন এক প্রতিবেশীও । 

তিনি জানান চকলেটের   লোভ দেখিয়ে তাঁর মেয়েকেও  বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে হেনস্থার চেষ্টা করেছিল ঐ ব্যাক্তি ।এই ঘটনায় তাজ্জব বনে গেছেন উত্তরপ্রদেশের বৈজ্ঞানিক , শিক্ষক , ডক্টর সহ বুদ্ধিজীবি মানুষরা ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment