সুজনকে চ্যালেঞ্জ অভিষেকের !!!


স্নেহাশিষ মুখার্জি 
পশ্চিমবঙ্গে চলতি পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব নিয়ে শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে সিপিএম , বিজেপি , কংগ্রেস সহ বিরোধীরা | চলছে আক্রমণ , পাল্টা আক্রমণ | এবার আক্রমণ চললো  টুইটারে | '' ২০১৯ লোকসভা বেশী দূরে নয় | ডায়মন্ডহারবার লোকসভা থেকে লড়ে দেখান " | বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা তথা সিপিএম কেন্দ্ৰীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর টুইটের পাল্টা টুইট করলেন তৃনমূল কংগ্রেস সাংসদ তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় | 

এর আগে টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী | লিখেছিলেন " ডায়মন্ডহারবার যুবরাজের খেলার মাঠ | সেখানে ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে কোনও বিরোধীর লড়ার অনুমতি নেই | বামকর্মীরা তৃনমূল দুষ্কৃতী আর পুলিশের ভয়ে আতঙ্কিত | তাদের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়া হচ্ছে | দিদি - ভাইপো দুজনেরই মনে রাখা দরকার হিটলারকেও হারের সম্মুখীন হতে হয়েছিল " | গতকাল সুজনের এই টুইটের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment