Indiapost24 Web Desk : ত্বক পরিষ্কার রাখা। দিনে 5 থেকে 6 বার জলের ঝাপটা দিয়ে মুখ পরিষ্কার করা।
অ্যালার্জির সমস্যা থাকলে ফেসওয়াশ বা সাবানের পরিবর্তে ত্বক পরিষ্কার রাখতে বেসন ও শসার রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এছাড়া ময়দা ও গোলাপ জলের মিশ্রণ দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।
এলার্জির জায়গায় লবঙ্গ ও মেথি একসঙ্গে পিষে লাগান । তৈলাক্ত মুখের জন্য এটা খুব উপকারী।
ত্বকে অ্যালার্জির প্রবণতা থাকলে বাহিরে যাওয়ার আগে 10 মিনিট ত্বকে বরফ ঘষুন। এতে ত্বকের লোমকূপ বন্ধ থাকবে, এলার্জির আশঙ্কাও কমবে।
পাতিলেবুর রস তুলোতে ভিজিয়ে ত্বকে দিনে দুবার লাগাতে পারেন। ত্বকের আর্দ্রতা কমিয়ে লোমকূপের গোড়ায় রোগ-জীবাণুকে বাসা বাঁধতে দেয় না।
ঘাম বেশি হলে তাড়াতাড়ি মুছে ফেলার চেষ্টা করুন। ঘামের কারণে যাদের এলার্জি হয় তারা নিমপাতার রস লাগান।
0 comments:
Post a Comment