স্নেহাশিস মুখার্জি :
নদিয়ার চাকদাহ পূর্বাচল বয়েজ স্কুলের একাদশ শ্রেণীর দুই ছাত্র সোমবার দুপুরে স্নান করতে গিয়ে চাকদাহের ভাগীরথীর গৌরাঙ্গ ঘাটে তলিয়ে যায়। সূত্রের খবর উৎপল সিংহ ও জ্যোতির্ময় ঘোষ নামে 17 বছরের ওই দুই ছাত্র মোট 6 জন বন্ধু মিলে আজ দুপুরে স্নান করতে গিয়ে হটাৎ ই ওই দুজন তলিয়ে যায় ভাগীরথীর স্রোতে।
ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ডুবুড়িদের চাকদাহ থানার পক্ষ থেকে খবর দেওয়া হলে এখনো পর্যন্ত গ্যাস না থাকার কারণে ডুবুরিরা তল্লাশি শুরু করতে পারেন নি। ঘটনাস্থলে চাকদাহ থানার পুলিশ রয়েছে। নৌকা করে তল্লাশি শুরু হয়েছে। সন্ধ্যা নেমে যাওয়ায় তল্লাশির কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
0 comments:
Post a Comment