স্নেহাশিস মুখার্জি , ২৩ ফেব্রুয়ারি :
কাশ্মিরের পুলওয়ামায় কাপুরুষচিত জঙ্গি হামলার জেরে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরানোর দাবিতে শনিবার ইডেনে বিক্ষোভ দেখায় যুব মোর্চা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর ওই ঘটনায় বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সহ ৪০ জন বিজেপি কর্মিকে গ্রেপ্তার করা হয়।
বিজেপি যুব মোর্চার দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে ইডেন থেকে পাকিস্তানি খেলোয়াড়দের ছবি সরাতে হবে। না সরানো হলে তাদের বিক্ষোভ চলবে। এদিকে, রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। পুলিশ বাধা দেয়। কার্যকর্তাদের গ্রেপ্তার করে’।জানা গিয়েছে, ইমরান খান, ওয়াসিম আক্রম, রামিজ় রাজার মতো পাকিস্তানি ক্রিকেটারদের ছবি খোলার দাবিতে আজ ইডেনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। আটকাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় যুব মোর্চার কর্মী সমর্থকদের। এরপর বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সহ ৪০ জন বিজেপি কর্মিকে গ্রেপ্তার করা হয়।https://www.youtube.com/channel/UClZXQ-kgjBpWYscC2OC1Rpw?sub_confirmation=1
0 comments:
Post a Comment