পশ্চিম বর্ধমানের সালানপুরে ৫ লাখ টাকার জালনোট বাজেয়াপ্ত, ধৃত ২ !!!




সালানপুর (পশ্চিম বর্ধমান), ২৩ ফেব্রুয়ারি, সৌরদীপ্ত সেনগুপ্ত: গতকাল  দুই দুষ্কৃতীকে জালনোট সহ গ্রেপ্তার করল পশ্চিম বর্ধমান সালানপুর থানার পুলিশ। ধৃতদের নাম রোহিত কুমার ও রোশন কুমার। তাদের বাড়ি বিহারের নওয়াদা জেলায়। গতকাল রূপনারায়ণপুর এলাকার বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ৪ লাখ ৯০ হাজার টাকার জালনোট বাজেয়াপ্ত হয়েছে।

পুলিশ গোপন সূত্রে খবর পায়, বিহারের দুই দুষ্কৃতী জালনোটসহ এই রাজ্যে ঢুকতে পারে। সেইমতো রূপনারায়ণপুর থেকে ঝাড়খণ্ড যাওয়ার রাস্তায় পুলিশ রুটিন তল্লাশি শুরু করে। তখনই পুলিশ ওই দুই ব্যক্তিকে দেখতে পায়। তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি শুরু করে। তল্লাশি চলাকালীন তাদের কাছ থেকে জালনোটগুলি উদ্ধার হয়। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতদের টায়ার টিউবের ব্যবসা আছে। পুলিশের অনুমান, তারা জাল নোটগুলি পাচারের উদ্দেশ্যেই এই রাজ্যে ঢুকেছিল। পুলিশ ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছে। ধৃতদের আজ আসানসোল কোর্টে তোলা হবে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment