Indiapost24 Web Desk :
জম্বু ও কাশ্মীরে পুলওয়ামায় আগামী ১৪ই ফেব্রুয়ারি জঙ্গি হামলায় ৪২ জন ভারতীয় সৈন্য শহীদ হন। শহীদ সৈন্যদের আত্মার শান্তি কামনা করে এবং তাদের শ্রদ্ধা জ্ঞাপনার্থে একটি মোমবাতি মিছিল করলো কোলকাতার এক স্বেচ্ছাসেবী সংঘটন বাঙুর শ্রেয়সী। শনিবার বিকেলে লেকটাউন বাঙুর এভিনিউ শ্রী শ্রী করুণাময়ী মন্দির থেকে ভি ,আই, পি রোড হয়ে বাঙুর সুপার মার্কেটে মিছিল শেষ হয়। মিছিলে উপ উপস্তিত ছিলেন সমাজসেবী শ্রী অতিন রায়।এগিয়ে এসেছেন স্থানীয় শ্রী শক্তি সুভাষ শিখ্যা সদন স্কুলের ছাত্র ছাত্রীরা, স্থানীয় নবোদয় ক্লাবের সদস্যরা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
বাঙুর শ্রেয়সী পক্ষ থেকে সংস্থার সম্পাদক শ্রী সুজিত ঘোষ জানান এই সব শহীদ সৈন্যের আত্মত্যাগ আমরা ভুলছি না ভুলবো না এবং এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এই নক্কারজনক ঘটনায় আহত একাধিক বীর সেনা। তাদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি শহীদ সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি
https://www.youtube.com/channel/UClZXQ-kgjBpWYscC2OC1Rpw?sub_confirmation=1
0 comments:
Post a Comment