পূর্ব মেদনীপুর জেলা পুলিশ এবং হলদিয়া পুলিশের যৌথ উদ্যোগে জনসচেতনতা শিবির !!!


স্নেহাশিস মুখার্জি ,  পূর্ব মেদনীপুর , ২৭ ফেব্রুয়ারি :
বুধবার হলদিয়ার সিটি সেণ্টারের নজরুল মঞ্চে পূর্ব মেদনীপুর জেলা পুলিশ এবং হলদিয়া পুলিশের যৌথ উদ্যোগে এক জনসচেতনতা শিবিরের আয়োজন করা হয় ।জেলা প্রশাসনের তরফ থেকে সেমিনারে অংশগ্রহণকারী মানুষের কাছে বার্তা দেওয়া হয় যে ছেলেধরা সন্দেহে , ডাইনি অপবাদে , চোর , কিডনি পাচারকারি সন্দেহে একশ্রেণীর স্বার্থান্বেষী গোষ্ঠী জনসমাজে অস্থিরতা তৈরীর চেস্টায় ইচ্ছাকৃতভাবে ফেসবুক , হোয়াটস্যাপকে অনৈতিকভাবে ব্যাবহার করে গুজব ছড়াচ্ছে ।

পূর্ব মেদনীপুর জেলা পুলিশের তরফ থেকে এদিন সমাজের সর্বস্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে আহ্বান করা হয় এই ধরণের অসামাজিক কাজের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং প্রশাসনকে সাহায্য করতে ।এছাড়া মানুষকে সতর্ক করা হয় গুজব ছড়ানো এবং গুজব দ্বারা প্রভাবিত হয়ে ঘটান যেকোন কাজ অসামাজিক কাজ যা আইনত দণ্ডনীয় অপরাধ ।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জেলাপুলিসের তরফ থেকে সতর্কীকরণ বার্তা দেওয়া হয় যে ,কোন পরিক্ষার্থী যেন পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে না প্রবেশ করে ।মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলে  তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে ।এরপরও যদি কেউ এই ধরণের কার্যকলাপে লিপ্ত হয় তাহলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় অভিযোগ করার পরামর্শও দেন পূর্ব মেদনীপুর জেলা পুলিশ ।https://amzn.to/2Udaflu
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment