স্নেহাশিস মুখার্জি , নদীয়া , ৩ মার্চ
অসুস্থ মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণি দেবীর শারীরিক অবস্থার অবনতি।কল্যাণী JNM হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে তাকে। ফুসফুসে সংক্রমণ নিয়ে গত বৃহস্পতিবার রাতে কল্যাণী JNM মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছিল বিনাপানী দেবীকে।
সূত্রের খবর ,12 জনের একটি মেডিকেল টিম গঠন করে তার চিকিৎসা চালানো হচ্ছিল তাঁর।গত শুক্রবার বিনাপানী দেবীকে হাসপাতালে দেখতে এসেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ চট্টোপাধ্যায়।দুইদিন বিনাপানী দেবীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও রবিবার সকাল থেকে ফুসফুসে সংক্রমণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
0 comments:
Post a Comment