স্বামী স্ত্রী মিলে এবার স্কুটিতে করে মাংসের ঝালমুড়ি বিক্রি হবিবপুরে।




স্নেহাশীষ মুখার্জি,  নদিয়া, 3 আগস্ট


এই লকডাউনে কর্ম হারিয়ে কেউবা হয়েছে ফুচকাওয়ালা কেউবা ঝুরিভাজা বিক্রেতা। 

নদীয়া জেলার হবিবপুরে চোখে পড়ল এক ঝালমুড়ি বিক্রেতা কে। হয়তো ভাবতে পারেন এটা আবার কেমন খবর হ্যাঁ ঠিকই ,স্বামী স্ত্রী মিলে স্কুটিতে করে এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করছে মাংসের ঝাল মুড়ি। ইতিমধ্যেই ভাইরাল নিহার রঞ্জন মজুমদার ও রুপা মজুমদার। বেশকিছু দিন ধরে বিভিন্ন জায়গায় রানাঘাট, আইশতলা, গড়েরবাগান যেখানে লোকজন দেখা যাচ্ছে সেখানেই পৌঁছে যাচ্ছেন তারা স্কুটি নিয়ে।

মাত্র ১০ টাকায় টেস্ট টা একদম মাংসের টেস্ট। অসাধারণ খেতে একবার খেলে মনে হবে বারবার খাই।


জানা যায় যে তারা ঘুরতে ভালোবাসে। তাই ঘোরাঘুরিও হচ্ছে আর সঙ্গে বিক্রি হচ্ছে ঝালমুড়ি। এমনভাবেই জীবিকা নির্বাহ করছে তারা।


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment