এবার তৃণমূলের টুইটার হ্যাক !!!




Staff Reporter:হ্যাকারদের কবলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর অফিসিয়াল টুইটার একাউন্ট!বদলে গিয়েছে একাউন্টের ডিসপ্লে ও নাম! গতকাল গভীর রাত থেকেই এই অবস্থা! ডিসপ্লে হ্যান্ডেল-এ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর পরিবর্তে লেখা হয়েছে "যুগা ল্যাবস"! তৃণমূল সূত্রের খবর গোটা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে! যত দ্রুত সম্ভব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট টিকে ফের আগের অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে!হ্যাকিং এর নেপথ্যে কে বা কারা তা এখনো স্পষ্ট নয়! সাইবার হামলার পর অবশ্য এই অ্যাকাউন্ট থেকে কোন টুইট করা হয়নি! "যুগা ল্যাবস" আসলে মার্কিন ব্লকচেইন প্রযুক্তি সংস্থা,যা ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করে থাকে! মাস কয়েক আগেই,এগিয়ে বাংলা,দুয়ারের সরকার সহ পশ্চিমবঙ্গের একাধিক সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল! তৃণমূল সাংসদ মিত্রের টুইটার অ্যাকাউন্টও সাইবার হানায় কবলে পড়েছিল!
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment