জাতীয় রাজনীতিতে দোটানায় সিপিএম !!!




প্রবীর পাঞ্জা,কলকাতা : দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিপিএম সাধারণ ভাবে বিজেপি আর এস এস বিরোধিতায় কংগ্রেস সহ সব সেকুলারবাদী বামপন্থী ও আঞ্চলিক দলগুলির জাতীয় জোটের পক্ষে । দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে নিয়ে কংগ্রেস নেতাদের পাশে সি পি আই সিপি আই (এম এল) লিবারেশন সহ বামপন্থী দলগুলির নেতাদের সঙ্গে নিরন্তর যোগসূত্র রেখে চলেছেন। শুধু তাই নয়, সিপিএম কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে সীতারাম ইয়েচুরি বিজেপি বিরোধিতার প্রশ্নে আপ, সমাজবাদী পার্টি, আর জে ডি, সংযুক্ত জনতা দল,ডি এম কে র পাশে টি আর এম এমনকি বিজেপির কাছের দল বিজু জনতা দল,আকালি দল, অয়াই এস আর-কংগ্রেসের সঙ্গে যোগসূত্র রেখে চলেছেন। তবে সিপিএমের মধ্যে দোটানা ও সংশয় রয়ছে, বিশেষ করে প্রকাশ কারাত,বৃন্দা কারাত, রামচন্দ্রা পিল্লাই ও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কংগ্রেস সম্পর্কে অ্যালার্জি রয়েছে।


জাতীয়স্তরে যাই হোক না কেন, কেরালায়,সিপিএম কংগ্রেস সংঘাত ও রাজনৈতিক লড়াই যে, অব্যহত থাকবে তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। সিপিএম ২০২৪এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সরাসরি কংগ্রেসের সঙ্গে জোটে যেতে পারে। এছাড়া ত্রিপুরায় পরোক্ষে নির্বাচনী সমঝোতা হতে পারে, কিন্তু কেরালায় যে মুখোমুখি কংগ্রেস সিপিএম লড়াই জারি থাকবে তা কার্যত নিশ্চিত। বিজেপির কটাক্ষ কেরালা কংগ্রেস সিপিএম এর ম্যাচ ফিক্সিং এর লক্ষ্য বিজেপিকে ঠেকানো। কেরালায় বিজেপি কোন রাজনৈতিক লাভ পাক তা চান না কংগ্রেস ও সিপি এম নেতৃত্ব। কংগ্রেসের সঙ্গে কেরালা বাদে অন্য রাজ্যে জোট আসন ভিত্তিক সমঝোতায় যেতে পারে সিপি এম নেতৃত্ব এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। কারাত- বিজয়নরা এখনো চেষ্টা চালাচ্ছেন বিজেপি কংগ্রেস থেকে সমদূরত্বের লাইনকে দলের জাতীয় মডেল হিসেবে তুলে ধরতে।

Produc Buy Link :

https://amzn.to/3mEFYPM

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment