স্নেহাশীষ মুখার্জি:ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় বিধানসভা নির্বাচনের পর উত্তর পূর্বে ২৪ এর লোকসভা নির্বাচনের চরম প্রস্তুতি শুরু করে দিলেন নরেন্দ্র মোদি ও তার সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। ভোটের শতাংশ ও আসন কমলেও ত্রিপুরায় বাম কংগ্রেস জোটকে হারিয়ে দ্বিতীয় বার ফের ক্ষমতায় গেরুয়া শিবির। মেঘালয় নাগাল্যান্ড ও আঞ্চলিক শক্তির দোসর হয়ে বিজেপি উত্তর-পূর্বে তাঁদের রাজনৈতিক মিশন প্রাথমিকভাবে শুরু হলো।
এবার শিলং কোহিমা ও আগরতলায় সরকার গঠনের শপথে স্বয়ং নরেন্দ্র মোদি তার ডান অমিত শাহের গুরুত্বপূর্ণ উপস্থিতি যে যথেষ্ট অর্থবহ তার বুঝতে বাকি নেই উত্তর-পূর্বের রাজনৈতিক মহলে। ২৪ এর লোকসভা
নির্বাচনে অসমের ১৪, ত্রিপুরার ২ সহ অরুণাচল মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, সিকিম মিলিয়ে ২৫ টি লোকসভার আসন অত্যন্ত গুরুত্ব মোদি অমিত শাহের কাছে। উত্তর-পূর্বের এই ২৫ আসনেই জয় চান বিজেপির চাণক্য অমিত শাহ। এই উত্তর-পূর্ব মিশনে মোদী সাহেবের ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে মোদী-শাহের উত্তর-পূর্ব মিশনে ২৫ লোকসভা আসন এত গুরুত্ব কেন? রাজনৈতিক মহলের ধারণা যে, ২৪ এর লোকসভা নির্বাচন বিজেপির কাছে খুব টাফ। শতাধিক আসন কমতে পারে কেন্দ্রের শাসকদলের। তাই উত্তর-পূর্বের ২৫ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মোদী শাহের কাছে। 23- র বিধানসভা নির্বাচনে কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্রিশগড়ে কড়া চ্যালেঞ্জের মুখে বিজেপি। তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতির কে সি আর বিজেপির সঙ্গে কড়া টক্করে যেতে চাইছেন।তাই কৌশলগত লাইন পরিবর্তনের পথে হাঁটতে চাইছেন মোদি- শাহরা!সেই জন্যেই উত্তর-পূর্বের ২৫ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে গেরুয়া শিবিরের কাছে!কার্যত এটা বলা বাহুল্য উত্তর পূর্ব থেকেই বিজেপি ২৪ এর লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে বলেই মনে করা হচ্ছে!
0 comments:
Post a Comment