প্রবীর পাঞ্জা: রামনবমীর শোভাযাত্রা ঘিরে হিংসার জেরে - উত্তরবঙ্গ সফর কাটছাট করে শহরে ফিরলেন বঙ্গের রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। সূত্রের খবর রিষড়ার ঘটনার জেরেই সফর কাটছাঁট রাজ্যপালের। কলকাতা বিমানবন্দরে পৌঁছেই শান্তি বজায় রাখতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল। বলেছেন, “ভয়ঙ্কর প্রবণতা। এটা চলতে দেওয়া যায় না। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে। বাংলার মানুষ অনেক সহ্য করেছেন, আর নয়। বাংলার মানুষের শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকারী রয়েছে। যেকোনও মূল্যে শান্তি ফেরাতে হবে। দুষ্কৃতীদের কোনও মতেই ছাড় দেওয়া হবে না। বাংলায় দীর্ঘদিন ধরে এই ধরনের রাজনীতির অপরাধীকরণ চলছে। এবার তার শেষ হওয়া প্রয়োজন। ঐক্যবদ্ধভাবেই আমাদের সকলকে শান্তি বজায় রাখতে হবে। সবাইকে একসঙ্গে হয়ে এই নৈরাজ্য কে উৎখাত করতে হবে। ব্রেক ইন্ডিয়া ব্রিগেড প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত রোখার চেষ্টা করছে। একই ভাবে আত্মনির্ভর বাংলাও অশুভ শক্তির বিনাশ করবে। শান্তি প্রতিষ্ঠা হবেই, অপরাধীরা গরাদের ভিতরে যাবে।'
বিমানবন্দর থেকেই সোজা রিষড়ায় পৌঁছে যান রাজ্যপাল। শুরুতেই চন্দননগরের কমিশনারের সঙ্গে কথা বলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। উল্লেখ্য,রাজ্যপাল পদের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও ঘটনার প্রেক্ষিতে সেই জায়গায় গেলেন রাজ্যপাল। পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার পাশাপাশি রিষড়া রেল স্টেশনে যান রাজ্যপাল।কথা বলেন রেল আধিকারিকদের সঙ্গে।পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল। সি.ভি আনন্দ বোসকে রিষড়াবাসী বলেন,'আমাদের নিরাপত্তা বিঘ্নিত।
0 comments:
Post a Comment