হুকুমতো নড়ে গেল,এবার কি হাকিমও কি নড়বে?

 



রনি,পার্ক সার্কাস:একদা তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন নেতা হয়ে উঠেছিলেন ববি হাকিম।এক সময় পুর দপ্তর,নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রিত্বের পাশে তাকে কলকাতার মেয়র পদে এনেছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ২০১৪-র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল শিবির তৈরি হলে পার্থ চট্টোপাধ্যায়-ববি হাকিমদের মত পুরানো নেতাদের সঙ্গে রাজ্যে চলমান বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন কারণে অভিষেকের সঙ্গে তৈরি হয় দূরত্ব। এরপর ঈডির অভিযানে নিয়োগ দূর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জেল যাত্রার পরিণতিতে তাকে মন্ত্রীসভা,দলের মহাসচিবের পদ থেকে সরানো হয়।পার্থর পর এবার ববি হাকিম,শুরু

 ববির ডানা ছাটা। প্রথমে দলের মুখপাত্রের পদ থেকে সরানো হয় ববিকে।এছাড়াও,নগর-উন্নয়ন দপ্তর ও পরিবহন দপ্তরের মন্ত্রিত্ব নিয়েও সেই সময়ে আলোচনা-সমালোচনার কিছুটা হলেও ঝড় বয়েছিল তৃণমূলের অন্দরমহলে!শাসকদলের নির্ভরযোগ্য ঘনিষ্ঠমহল সূত্রে খবর, কলকাতার মেয়রের পদ থেকে ববি হাকিমকে সরানো হতে পারে। অন্যদিকে দলের অন্দর থেকেই মেয়র হিসাবে ডাঃ শান্তনু সেন,দলের মুখপাত্র তথা দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ,দেবাশীষ কুমারের নাম  নিয়ে গুঞ্জন হচ্ছে। তবে উত্তর কলকাতা থেকে মেয়র হওয়া শক্ত। সেক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায়কে দলে ফিরিয়ে মেয়রের পদে বসানোর ভাবনা চিন্তা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে বলেই খবর।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment