তবে বিজেপিতে কি এবার বেঙ্গল লাইন?

 



 রনি,পার্ক সার্কাস: অতীতে সিপিএমের অভ্যন্তরে বহু চর্চিত বেঙ্গল লাইনের রাজনীতি নিয়ে তোলপাড় হয় বামপন্থী রাজনীতি। এবার বিজেপির অভ্যন্তরেও বেঙ্গল লাইন রাজনীতির সুচনা হয়েছে। মোদী-শাহের আস্থাভাজন কেরালার প্রাক্তন আমলা তথা বঙ্গের বর্তমান রাজ্যপাল সি.ভি আনন্দ বসুর নরম নীতির বিরুদ্ধে অনেক আগে থেকেই মুখর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু রাজ্যপালই নন,শুভেন্দুর সবসময় নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার পুত্রসম ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাকেই রাজ্যে সব রকমের দূর্নীতি,স্বৈরাচার, রাজনৈতিক হিংসার মধ্যমনি মনে করেন শুভেন্দু। নতুন রাজ্যপাল সি.ভি আনন্দ বসু- মমতা সম্পর্কে নরম মনোভাব নিয়ে চলেন বলেই শুভেন্দুর অভিযোগ। অমিত শাহ- নাড্ডা সহ কেন্দ্রীয় নেতাদের কাছেও একই অনুযোগ শুভেন্দুর।


রাজ্যে হিংসা,সন্ত্রাস,দুর্নীতি, স্বৈরাচারের বিরুদ্ধে কেন্দ্র জিরো টলারেন্স মনোভাব নিয়ে সংঘাতে নামুক এমনই ঠিক এমন রাজনৈতিক অবস্থান চান শুভেন্দু। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহুর্তে মমতার সঙ্গে চরম সংঘাতের পরিবর্তে গোপনে রাজনৈতিক সমঝোতার লাইন নিয়ে ভারতীয় রাজনীতির জাতীয় স্তরে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ভেস্তে দিতে তাকে ব্যবহার করতে চাইছেন বলে মনে করছেন বঙ্গ রাজনৈতিক বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপিতে শুভেন্দুর বেঙ্গল লাইনের বিরোধী সুকান্ত মজুমদার,দিলীপ ঘোষেরা। একইভাবে দলের সাংসদ ও বিধায়কদের মধ্যে শুভেন্দুর বেঙ্গল লাইন নিয়ে মত-বিরোধের খবর সামনে চলে এসেছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment