দিলীপ চট্টোপাধ্যায়:একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা তৃণমূল কংগ্রেসের ভোট কুশলি তথা রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর,যিনি পিকের নামে পরিচিত তাঁর রাজনৈতিক অভিযান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিহারে প্রশান্ত কিশোর এবার বিজেপি-মোদী-শাহদের হয়ে রাজনৈতিক ব্যাটিং করতে নেমেছেন বলে মনে করা হচ্ছে। এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে। বিহারের নীতিশ কুমার বিজেপির সঙ্গে সম্পর্কচ্ছেদ ঘটিয়ে আবার রাষ্ট্রীয় জনতা দল,কংগ্রেস, বামেদের সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। ইতিমধ্যে বিজেপি বিহারে ২টি বিধানসভা নির্বাচনে নীতিশের দল সংযুক্ত জনতা দলকে হারিয়ে তাঁকে রাজনৈতিক ব্যাকফুটে ফেলে দিয়েছে। রাজনৈতিক গুজব যে, নীতিশ কুমার লোকসভার ডেপুটি স্পীকার হরবংশ-এর মাধ্যমে মোদী-শাহদের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছেন। ২৪-এর লোকসভা নির্বাচনের আগে আবার নীতিশ কুমার ভোল বদল করতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। রাজনৈতিক মহল মনে করছেন যে, অর্থনৈতিক প্রতিকুলতা,বেকারি, মূল্যবৃদ্ধিতে হিমসিম খাচ্ছেন মোদি-শাহরা। তাই মোদি-শাহরাও বিজেপির জোট সঙ্গী বাড়াতে সচেষ্ট। তাই নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল, উদ্ধব ঠাকরের শিবসেনা,জগন মোহন রেড্ডির ওয়াই- এসআর কংগ্রেস, আকানি দল,বিজু জনতা দলকে জোটে পেতে মরিয়া মোদী-শাহরা। বিজু জনতা দল জোটে যাবে না। উড়িষ্যায় একক লড়াই -এ নামবে বিজু জনতা দল। সংযুক্ত জনতা দল,ওয়াই এসআর কংগ্রেসকে কাছে পেতে চাইছেন।
0 comments:
Post a Comment