মধ্যপ্রদেশে কঠিন পরীক্ষায় জ্যোতিরাদিত্য

 


এনএনএস: ছত্তিশগড়ে দ্বিতীয় পর্বের সঙ্গে ১৭ নভেম্বর ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন সম্পন্ন হল। কংগ্রেসের কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করে মোদী আবার দলের জয় দেখতে পাবেন কিনা তারই রাজনৈতিক পরীক্ষায় গেরুয়া শিবির। মধ্যপ্রদেশে কংগ্রেস বিজেপি টক্করে গোয়ালিয়র চম্বল অঞ্চলের ৩৬ টি আসন ক্ষমতা দখলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। গতবার ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে রাজ্য বিধানসভায় কংগ্রেসের ১১৪ টি আসনের ২৪ টি আসন এসেছিল গোয়ালিয়র চম্বল অঞ্চলের থেকে। সেক্ষেত্রে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। কংগ্রেস সরকারের পতন ও বিজেপি আবার ক্ষমতায় আসার পিছনে গুরুত্বপূর্ণ ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এবার বিজেপি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উপর ভরসা রাখছে। গোয়ালিয়র চম্বল অঞ্চলের ৩৬ টি আসনের মধ্যে ২০ টি আসন পেতে মরিয়া বিজেপি। এজন্য এই অঞ্চলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে প্রার্থী করা হয়েছে। এবার গোয়ালিয়রে সিন্ধিয়াদের গড়ে বিজেপিকে জেতানোর চ্যলেঞ্জ নিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিজেপি জিতলে জ্যোতিরাদিত্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন এমন জল্পনা ভূপাল ও নয়াদিল্লিতে। তাই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment