অখিল ভারত হিন্দু মহাসভা তৃণমূলের বৃহত্তর রাজনৈতিক দোসর ?

 


Indiapost24,Web Desk: পশ্চিমবঙ্গে নতুন করে হিন্দু মহাসভা, এমনকি জনসংঘের নাম উঠে আসছে। বিজেপি সংঘ পরিবারের হিন্দুত্ববাদের রাজনীতিতে ভাগ বসাতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মদতেই পশ্চিমবঙ্গে নতুন করে অখিল ভারতীয় হিন্দু মহাসভা ও ভারতীয় জনসংঘের রাজনৈতিক দোকান খোলা হয়েছে বলে অনুমান করছেন রাজ্য রাজনৈতিক বিশ্লেষক মহল। অতীতের আরএসএসের বহিষ্কৃত সদস্য তপন ঘোষ হিন্দু সংহতি নামে সংগঠন গড়ে রাজ্য রাজনীতির পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তপন ঘোষের মৃত্যুর পর কার্যত হিন্দু সংহতি অস্তিত্বের সংকটে। অখিল ভারত হিন্দু মহাসভার নতুন নেতা হলেন চন্দ্রচূড় গোস্বামী। ইনি তৃণমূলের বৃহত্তর রাজনৈতিক খেলার দোসর বলেই মনে করেন গেরুয়া শিবিরের নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর কোর গ্রুপের ইসারায় বিজেপি-আরএস এসকে ব্যতিব্যস্ত

করতেই হিন্দু মহাসভার ঢাল ব্যবহার করা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। একই ভাবে ভারতীয় জন সংঘের নামে মূলতঃ দক্ষিণ কলকাতায় পোষ্টার,হোডিং,ফ্লেক্স  লাগানো হয়েছে। বিজেপির অভিযোগ হিন্দু মহাসভা,জন সংঘের নামে কিছু লোককে বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment