রাহুলের ন্যায় যাত্রায় চাপে বিজেপি

 


নাজমুল হাসান:বহু প্রতিক্ষীত রাম মন্দিরে রাম লালার - অভিষেকের দিন ২২ শে জানুযারী। হিন্দুত্ববাদী শিবিরের এই মেগা কর্মসূচী কে বাস্তব রূপ দিতে চলেছেন দেশে হিন্দুত্বের প্রধান মুখ স্বয়ং নরেন্দ্র মোদী । রাম মন্দিরের মেগা উদ্বোধন ও তাঁর বিশাল রাজনৈতিক প্রভাব নিয়ে সচেতন কংগ্রেস নেতৃত্ব। রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখান যা সিপিএম বা বামপন্থীদের মত দেশের অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তির পক্ষে সম্ভব হলেও তা কোন ভাবেই কংগ্রেসের পক্ষে সম্ভব নয়।

ভাই রাম মন্দিরের মেগা উদ্বোধন কর্মসূচীর ৮ দিন আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড় যাত্রার দ্বিতীয় পর্ব ন্যায় যাত্রায় সামিল হতে চলেছেন। উত্তর পূর্বে জাতি হিংসা-ধর্মীয় হিংসায় দীর্ণ মণিপুর থেকেই এই যাত্রার সূচনা হবে। মোট ১৪ রাজ্যের 6200 কিলোমিটার রাস্তায় যাবে রাহুলের এই ন্যায় যাত্রা। উদ্বোধন  মণিপুর ছাড়াও, নাগাল্যান্ড, মেঘালয়, অসম,পশ্চিমবঙ্গ, বিহার ঝাড়খন্ড,ছত্তিশগড় মধ্যপ্রদেশ,উত্তরপ্রদেশ,রাজস্থান গুজরাট হয়ে তা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে শেষ হবে।

রাহুলের ন্যায় যাত্রা নিয়ে ১৪ রাজ্যের কংগ্রেস নেতা কর্মী সমর্থক রা উজ্জিবীত হয়ে উঠেছেন। বিশেষ করে উত্তর পূর্বের কংগ্রেস নেতাদের মধ্যে এক উদ্দীপনার সৃষ্টি হয়েছে তা বলাই বাহুল্য। ভারতে ভারত জোড় যাত্রার ফল উঠিয়েছিল কংগ্রেস দল। হিমাচলপ্রদেশ ও কর্ণাটকে বিধানসভা নির্বাচনে জিতে কংগ্রেস দল বিজেপিকে রাজনৈতিক ধাক্কা দিতে সক্ষম হয়েছিল। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে একমাত্র তেলেঙ্গামা জয়ে স্বাভাবিক ভাবেই হতাশ কংগ্রেসের অন্দরমহল। ২৪ এর লোকসভা নির্বাচনে ১৪ই জানুয়ারী থেকে ২০ শে মার্চ এই ৫৫ দিনের ন্যায় যাত্রায় সাধারণ মানুষের ন্যায় সংবিধান গণতন্ত্র বাঁচানোর অঙ্গীকার নিয়ে এই ন্যায় যাত্রা হতে চলেছে। ঠিক লোকসভা নির্বাচনের মুখে বিজেপি-আরএসএস -এর হিন্দুত্বের আবেগের মোকাবিলায় ন্যায় যাত্রা হতে

চলেছে কংগ্রেস দল ও তার প্রধান চালিকাশক্তি গান্ধী পরিবারের একমাত্র বিকল্প কর্মসূচী।

ন্যায় যাত্রা কংগ্রেসের কর্মসূচী হলেও ফারুক আব্দুল্লার মত ইন্ডিয়া জোটের শরিকরা এই যাত্রা কে স্বাগত জানিয়েছেন। ১৪ রাজ্যের শরিক ইন্ডিয়া জোটের দলগুলির নেতা নেত্রীদের এই যাত্রায় সামিল হওয়ার আবেদন জানানো হবে। সিপিএম, সিপিআই (এমএল) লিবারেশন রাহুলের এই ভারত ন্যায় যাত্রায় নৈতিক

সমর্থন দিতে তৈরি। বিজেপি- আরএসএস নেতৃত্ব প্রথম পর্বের ভারত যাত্রার পর ১৪ই জানুযারী 20 শে মার্চ রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রার সাম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে মূল্যায়ণ শুরু করে দিয়েছে। সঙ্ঘ পরিবার মোদী-শাহ- নাড্ডাদের রাহুল গান্ধীর ভারত ন্যায়

যাত্রাকে হাল্কাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment