Indiapost24 Web Desk: ইন্ডিয়া জোটের প্রধান শরিক দল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য শাখায় বিদ্রোহী পরিস্থিতি তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির নেতৃত্বে দলের নেতা কর্মী সমর্থকরা মমতার দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোন জোটের পক্ষপাতি নন। বঙ্গ কংগ্রেসের নেতা কর্মীদের মনোভাব আঁচ করেও কংগ্রেস হাইকম্যান্ড বিজেপিকে পশ্চিমবঙ্গে হারাতে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেন।
মমতা ইন্ডিয়া জোটের প্রধান শরিক কে মাত্র ২ টি আসন ছাড়তে রাজি হন। বাদ সাধেন বঙ্গ কংগ্রেস নেতৃত্ব। তাঁদের মনোভাব আঁচ করে কংগ্রেস হাইকম্যান্ডের দুত সলমান খুরশিদ মমতার কাছে মুর্শিদাবাদ,মালদহ (দক্ষিণ) ছাড়াও বিজেপির দখলে থাকা রায়গঞ্জ,পুরুলিয়া,দার্জিলিং আসন কংগ্রেস কে ছাড়ার আর্জি জানান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আর আসন না ছেড়ে একক ভাবে ২৪ এর লোকসভা নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেছেন। এতে ইন্ডিয়া জোট শরিক দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও গান্ধী পরিবার ও জাতীয় কংগ্রেস নেতৃত্ব মমতার এই ঘোষণা কে ক্লোজদ চ্যাপ্টার বলে মানতে রাজি নন। ব্যাক চ্যানেলের মাধ্যমে মমতার সঙ্গে জাতীয় কংগ্রেস যোগাযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে সোনিয়া গান্ধী টেলিফোন করে মমতা কে আসন ছাড়ার অনুরোধ করবেন না তা নিশ্চিত করেছেন কংগ্রেস নেতৃত্ব।
0 comments:
Post a Comment