Indiapost24 Web Desk:পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমীকরণের মধ্যে বামেরা তৃতীয় জোট গরতে সক্রিয় হয়েছে। সিপিএম,সিপিআই,আরএসপি, ফরোয়ার্ড ব্লকদের নিয়ে গঠিত বামফ্রন্টের বাইরে নওশাদ সিদ্দিকির আইএসএফকে পাশে নিয়ে কংগ্রেসকে নিয়ে তৃতীয় অ-তৃণমূল ও বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ জোট গঠনে মরিয়া। দলের সাধারন সম্পাদক সিতারাম ইয়েচুরীও এই জোটে সবুজ সংকেত দিয়েছেন।
ইতিমধ্যে লোকসভা নির্বাচনে সিপিএমের কারা কারা প্রার্থী হতে পারেন তা নিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে। সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম,প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্ত্তী, রাজ্যসভার সাংসদ আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য,শমিক লাহিড়ী,যুবনেত্রী মীণাক্ষি মুখোপাহ্যায়,সৃজন ভট্টাচার্য,প্রতিকুর রহমান, আভাস রায়চৌধুরী সহ একাধিক নাম নিয়ে সিপিএমের অন্দরে চর্চা চলছে। জানা গেছে যে সিপিএম পশ্চিমবঙ্গে সিপিআই (এম এল) লিবারেশনকেও জোটে চাইছে।
0 comments:
Post a Comment