বঙ্গে কংগ্রেসের জোট প্রস্তুতি

 



Indiapost24 Web Desk:তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে জোট গড়ার সম্ভাবনা নাকচ করায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির গুণগত পরিবর্তন ঘটেছে। অতি দ্রুত এই রাজ্যে সিপিএমের নেতৃত্ব বাম শিবির, কংগ্রেস ও নওশাদ সিদ্দিকির আই এস এফের মধ্যে বিজেপি-তৃণমূল বিরোধী তৃতীয় জোটের সম্ভাবনা জোরদার হয়েছে। ইতিমধ্যে ব্যাক চ্যানেলে আসন সমঝোতার ব্যাপারে কংগ্রেস-বাম শিবির আলোচনা শুরু হয়ে গেছে। তবে কংগ্রেস হাইকম্যান্ড এখনও তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা চাইছে।

এদিকে কংগ্রেস ২০টি আসনের কথা বললেও শেষ পর্য্যন্ত তারা ১০-১২ আসনেই থামবে বলে মনে করছেন বাম নেতা। মূর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরের ৬টি আসন পাচ্ছেন, দার্জিলিং, পুরুলিয়া সহ আরো আসন চাইছে কংগ্রেস। আই এস এফও ৫-৬টি আসন চাইছে। তবে ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসনে লড়তে চাইছেন নওশাদ সিদ্দিকি। বাম-কংগ্রেস শিবির তাকে ঐ আসনটি ছাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তবে কংগ্রেস হাইকম্যান্ডের হয়ে অখিলেশ যাদব, লালুপ্রসাদ যাদবরা মমতাকে কাছে পেতে চেষ্টা শুরু করেছেন।

পশ্চিমবঙ্গে ত্রিমুখি লড়াইয়ে আবার বিজেপির রাজ্য নেতৃত্ব অনেকটাই স্বস্তিতে। বিজেপি বিরোধী চিরাচরিত মুসলিম ভোট একদিকে তৃণমূল, অন্য দিকে বাম-কংগ্রেস শিবিরে ভাগ হওয়ার সম্ভাবনায় রাজনৈতিক সেওস্তিতে গেরুয়া শিবিরের নেতারা। এদিকে প্রবীণ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ১৯-র মত স্লোগান তুলেছেন। তার কথা ৪২-এ ৪২ পাবে তৃণমূল। বংগে বিজেপি ফিলিশ হবে। প্রধানমন্ত্রী হবেন বাংলার লড়াকু জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment