Indiapost24 Web Desk: কংগ্রেসের নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা
ও কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের আত্মপ্রকাশের ঘটনায় কিছুটা হলেও বিচলিত
গেরুয়া শিবির ও তাদের চালিকা শক্তি আরএসএস থিঙ্ক ট্যাঙ্কের সদস্যরা।
তাই একক ভাবে বিজেপির শীর্ষ নেতৃত্বেএর তৃতীয়বার সাউথ ব্লকে ক্ষমতায় ফেরার আত্মবিশ্বাস নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন আর এস এস নেতৃত্ব। উল্টে ইন্ডিয়া জোটের কার্যকরী বিকল্প রাজনৈতিক জোটকে সঙ্ঘবদ্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে আরএসএস নেতাদের তরফে। সংঘের পরামর্ষে এনডিএ-র কাগুজে জোটকে বাস্তবে কার্যকরী জোটে পরিণত করার ভাবনা শুরু হয়েছে দলের জাতীয় নেতৃত্বের মধ্যে। সরাসরি এনডিএ জোটের মধ্যে কোন কোন দল কে আনা যেতে পারে তার পর্যালোচনার পর অমিত শাহ জেপি নাড্ডারা সক্রিয় হয়ে উঠেছেন। এর পাশে বিজেপির রাজ্যে রাজ্যে বিজেপির মিত্র শক্তিদের আলাদা রাখা হয়েছে। বিজু জনতা দল, মায়াবতীর বিএসপি, জগমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস, কেসিআর এর দল বিআরএস কে বন্ধু প্রতিম মিত্র দল বলে মনে করে বিজেপি। বামপন্থী দল তো বটেই কংগ্রেসের একাংশ অভিযোগ করে যে, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে মোদীর দলের সিক্রেট বোঝাপড়া আছে। যদিও গেরুয়া শিবির তা
বার বার খারিজ করেছে। কার্যকরী এনডিএ জোট গড়তে রাজ্যে রাজ্যে মিত্র দলগুলিকে কাছে টানার প্রক্রিয়া শুরু করে দিয়েন্স শাহ নাড্ডারা। এরই মধ্যে কর্ণাটকে দেবেগৌড়া কুমারস্বামীর জনতা দল (সেকুলার) বিহারে নীতিশ কুমারের সংযুক্ত জনতা দলের সঙ্গে বিজেপির মিত্রতার চুক্তি হয়েছে। অন্যদিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে সংযুক্ত আকালি দল, অন্ধ্রে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম এমনকি উত্তর প্রদেশের জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোকদল কে কাছে টানতে সক্রিয় গেরুয়া শিবির। একক জয়,৩৭০ আসনে প্রকাশ্যে আত্ম অহংকার দেখালেও মোদী কার্যকরী এনডিএ জোট করতে চাইছেন। যদি প্রত্যাশিত নির্বাচনী ফল আটকে যায় তখন এনডিএ জোট শরিকদের সঙ্গী করেই তৃতীয়বার সাউথ ব্লক দখল করার পরিকল্পনা মোদীর।এ বিষয়ে একমত রাজনৈতিক মহল।
0 comments:
Post a Comment