Indiapost24 Web Desk:- বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নবান্নের। সরব মুখ্যমন্ত্রী। এবার দাবি আদায়ে রেড রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘন্টা চলবে এই কর্মসূচি। আর শুক্রবার এই ধর্না শুরুর কয়েক ঘন্টা আগেই রাজ্যের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করল মোদী সরকার।
নবান্ন সূত্রে খবর, 'জল জীবন মিশন' প্রকল্প খাতে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়া হয়েছে রাজ্যকে। নির্দিষ্ট এই প্রকল্পের আওতায় কেন্দ্র-রাজ্য অংশীদারিত্ব হল ৫০:৫০। অর্থাৎ কেন্দ্রের মত রাজ্যকেও এই প্রকল্প খাতে সম- পরিমাণ অর্থ (৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা) খরচ করতে হবে। নির্দিষ্ট প্রকল্পে বরাদ্দ এই টাকা রিলিজের পাশাপাশি কেন্দ্রের তরফে নবান্নকে জানানো হয়েছে যে, ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারকেও সম-পরিমাণ টাকা এসক্রো অ্যাকাউন্টে জমা করতে হবে। এছাড়া বলা হয়েছে যে, এই টাকা কোনওভাবেই অন্য খাতে ঘোরানো যাবে না। অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এদিন মোদী সরকারের উদ্যোগ আদতে নবান্নের উপর চাপ সৃষ্টির কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।
0 comments:
Post a Comment