Indiapost24 Web Desk:এনডিএ-র সঙ্গে সরকার গঠনের পর প্রথমবারের মতো কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পাল্টা আঘাত করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।পাটনায় সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে নীতীশ রাহুলকে নিশানা করে বলেন, 'রাহুল গান্ধী জাত শুমারির মিথ্যা কৃতিত্ব নিচ্ছেন'। পাশাপাশি তিনি বলেন, 'এটা নিয়ে কেউ যদি নিজের কৃতিত্ব বলে দাবি করে তাহলে এখন তার কোনো মানেই নেই'।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার দাবি করেছেন যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মহাজোটের চাপে জাত শুমারির নির্দেশ দিয়েছিলেন। তার ভারত জোড় ন্যায়
যাত্রার অংশ হিসাবে পূর্ণিয়া জেলায় একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়, রাহুল গান্ধী বারবার দল পরিবর্তন করার জন্য কুমারকেও কটাক্ষ করেছিলেন। পাশাপাশি খোঁচা দিয়ে বলেছিলেন, যখনই "একটু চাপ আসে এবং (তিনি) ইউ-টার্ন নিয়ে নেন।"
0 comments:
Post a Comment