Indiapost24 Web Desk:সম্প্রতি পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে গিয়ে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যে ভাবে এস এস (গোয়েন্দা বিভাগ) ও আই পি এস অফিসারের সঙ্গে তর্কে জড়িয়ে তাঁকে খালিস্থানি বলেছেন তাতে বেজায় চটেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা নরেন্দ্র মোদীর সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ। শুভেন্দুর আচরণে বেজায় চটেছেন অমিত শাহ। তারই নির্দেশে বিজেপির সভাপতি যে পি নাড্ডা এ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন।
ড্যামেজ কন্ট্রোলে নেমে নাড্ডা শুভেন্দু অধীকারী ও দলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে তাদের আচরণের জন্য সতর্ক করে দিয়েছেন। শুভেন্দুদের খালিস্থানি মন্তব্যকে জাতীয় রাজনীতিতে কংগ্রেস ও ইন্ডিয়া জোট শরিকরা ব্যবহার করে আক্রমণাত্ম হয়েছে। শিখ সমাজেও এর তীব্র প্রতিক্রিয়া ঘটেছে। এতে আখেরে যে বিজেপির ক্ষতি হয়েছে তা নিয়ে একমত বিজেপির অন্দর মহল।
0 comments:
Post a Comment