উত্তর-পূর্বেও প্রচারে মোদী

 



Indiapost24 Web Desk: এবারে লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ৩৭০ আসন। জোট শরিকদের নিয়ে ৪০০ পার করাই মোদীর লক্ষ্য। এই লক্ষ্যে দেশজুড়ে প্রচারে হাওয়া তুওলতে মরিয়া গেরুয়া শিবির। ইতিমধ্যে দেশের নানা প্রান্তে প্রথম পর্বের প্রচারে নেমে পড়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী। মোদী ছাড়াও অমিত শাহ, রাজনাথ সিং, নীতিশ গাদকারি, স্মৃতি ইরানি প্রমুখরাও প্রচারে নেমেছেন।

দলীয় সূত্রের খবর যে, অসম, ত্রিপুরা, মেঘালয় সহ উত্তর-পূর্বেও মোদী, শাহর প্রচার সূচি তৈরি করা হচ্ছে। ত্রিপুরাতেও মোদী, শাহ, রাজনাথ সিং দের প্রচার সূচি তৈরি করা হচ্ছে। উত্তর-পূর্বের ২৫টি আসনের অধিকাংশ জয়ই লক্ষ্য গেরুয়া শিবির। এ ব্যাপারে দলের সাধারণ সম্পাদক(সংগঠন) বি এল সন্তোষকে বিশেষ দায়িত্ব দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পর উত্তর-পূর্বেও প্রচারের ধার বাড়ানো হতে চলেছে। অসম নিয়ে অতি এটিএম বিশ্বাসী হয়ে উথেছে গেরুয়া শিবির।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment