দিলীপের নিরাপদ আসন ছিলনা মেদিনীপুর?

 




Indiapost24 Web Desk:বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে মেদিনীপুর লোকসভা আসন নিরাপদ নয় বলে জানতে পেরেছেন। দলের অভ্যন্তরীণ সমীক্ষায় বলা হয়েছে দিলীপ ঘোষের জেতা মেদিনীপুর আসন এবার গেরুয়া শিবিরের পক্ষে নিরাপদ নয়। তাই দিলীপ ঘোষকে বর্দ্ধমান-দুর্গাপুর আসনে ঠেলে দেওয়া হয়েছে। 

এবার মেদিনীপুর আসন বিজেপির থেকে ছিনিয়ে নিতে মমতা বন্দ্যোপাধ্যায় দলের মেদিনীপুর শহরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়াকে প্রার্থী করায় যথেষ্ট বিপাকে গেরুয়া শিবির। দিলীপ ঘোষকে মেদিনীপুর আসন ছেড়ে অন্যত্র লড়তে বলা হলেও তিনি রাজি হন নি। দিলীপ ঘোষের সাফ কথা তিনি অন্যত্র লড়বেন না। মেদিনীপুরে দাঁড়ালে তিনি জিতবেন। তবে শেষ পর্যন্ত্য কেন্দ্রীয় নেতৃত্বের চাপে দিলীপ ঘোষ মেদিনীপুর ছেড়েছেন।

নানা কারনেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের ওপর ক্ষুব্ধ। আর এস এসের কেশব ভবনের কর্তাদেরও তিনি সুনজরে নেই। ফলে দিলীপ ঘোষকে নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির অন্দর মহলে গুরুতর সমস্যা চলেছে। খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দিলীপ ঘোষের বনিবনা নেই। এর ফলে কোনঠাসা হয়েই দিলীপ ঘোষকে অন্যত্র সরতে হয়েছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment