Indiapost24 Web Desk:ভোট কুশলী প্রশান্ত কিশোরের আগাম ভবিষ্যৎ বাণী যে দেশে হিন্দুত্ববাদের চলমান রাজনীতি দীর্ঘ মেয়াদী হওয়ার ছায়া ফেলেছে। বিজেপির মধ্যে উদারবাদী ও উগ্রবাদী মুখ দেখেছে দেশ। ৯০ এর দশকে অটল বিহারী বাজপেয়ী যখন বিজেপির উদারবাদী হিন্দুত্বের মুখ, তখন লালকৃষ্ণ আদবানী উগ্র হিন্দুত্ববাদের মুখ।
এরপর বাজপেয়ীর রাজনৈতিক অবসরের পর আদবানী হিন্দুত্বের উদারবাদী মুখ। গুজরাট দাঙ্গার, সঙ্ঘাতের পর উঠে এলেন হিন্দুদের হ্রদয়ের সম্রাট উগ্রবাদের মুখ নরেন্দ্র দামোদর দাস মোদী। ২০১৪ সালে আদবানী কে সরিয়ে মোদী হয়ে উঠেছেন উদারবাদী মুখ। দেশ বিদেশের শিল্প কর্পোরেট ও ব্যবসায়ী মহল দেখলেন এক নতুন মোদীকে। মোদীর সহযোগী হয়ে উঠে এলেন আর এক সঙ্ঘ সেবক অমিত শাহ।
বিজেপিতে মোদী একনায়ক, শেশ কথা। উত্তরপ্রদেশে বিধান্সভা নির্বাচনে বিপুল জনাদেশ পেয়ে বিজেপি খমতায় আসে। মুখ্যমন্ত্রী হিসেবে মোদীর পছন্দ ছিলেন তৎকালীন রেল মন্ত্রী ও বর্তমানে জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিংহ –এর নাম। কিন্তু মোদী চাইলেও মনোজ মুখ্যমন্ত্রী হতে পারলেন না।
সঙ্ঘের পরামর্শ ও নির্দেশে হিন্দু সন্ন্যাসী গোরখপুর মন্দিরের প্রধান পুরোহিত যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী হলেন। প্রশান্ত কিশোর মনে করেন যে, উগ্র হিন্দুত্বপন্থী প্রতীক হয়ে উঠতে চলেছেন যোগী আদিত্যনাথ। সঙ্ঘ পরিবার , বিজেপি আগামী দিনের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েই যোগী আদিত্যনাথ কে আগামীর হিন্দুত্বে মুখ হিসেবে তুলে ধরতে চাইছেন।
লোকসভা নির্বাচনে ৪৫৪ জন প্রার্থীর মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। এই কমিটিতে মোদী শাহের পরে গুরুত্ব যোগী আদিত্যনাথের। নীতিন গদকড়ী, রাজনাথ সিং জগত প্রসাদ নাড্ডার থেকেও বেশী গুরুত্ব আগামী দিনের উগ্র হিন্দুত্বের মুখ, হিন্দু সন্ন্যাসী যোগী আদিত্যনাথের। শুধু উত্তর প্রদেশ, বিহারেই নয়, সমগ্র হিন্দি বলয় তো বটেই গুজরাট, মহারাষ্ট্রের মত পশ্চিম ভারতের রাজ্যগুলিতে গুরুত্ব আছে আদিত্যনাথের। পশ্চিমবঙ্গ উড়িষ্যার মত রাজ্যে ও গুরুত্ব বাড়ছে যোগী আদিত্যনাথের অনুগামীদের। উগ্র হিন্দুত্ববাদের বিজয় রথের প্রতীক হয়ে উঠছেন যোগী আদিত্যনাথ। এমন্টাই মনে করছেন রাজনৈতিক মহল।
0 comments:
Post a Comment