বঙ্গ বিজেপিতে বিদ্রোহ পরিস্থিতি




Indiapost24 Web Desk:প্রথম দফায় পশ্চিমবঙ্গে ৪২ আসনের ২০টি আসনে প্রার্থী ঘোষণার পর বঙ্গ বিজেপিতে বিদ্রোহ পরিস্থিতি তৈরি হয়েছে। দলের শক্তঘাটি উত্তরবংগের আলিপুরদুয়ার উপজাতি সংরক্ষিত আসনে এবার কেন্দ্রীর প্রতিমন্ত্রী জন বারনাকে মনোনয়ন দেওয়া হয়নি। তার বদলে মনোজ টিব্রাকে প্রার্থী করা হয়েছে। জন বারনা দলের সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জল্পনা। একই ভাবে দার্জিলিং কেন্দ্রে বর্তমান সাংসদ রাজু বিস্তার বদলে এবার প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলাকে প্রার্থী করতে চলেছে দল। এতে রাজু বিস্তা পাল্টা চাপ তৈরি করতে চাইছেন।

বোলপুরে পিয়া সাহাকে প্রার্থী করায় অনুপম হাজরা সহ বিদ্রোহী বিজেপির পার্টি নেতারা প্রকাশ্যে তার বিরোধিতা করেছেন। রাজ্যে বিদ্রোহ পরিস্থিতি তৈরি হয়েছে। আসানসোলে ভোজপুরি গায়ক-নায়ক পবন সিং নিজেই আসানসোলে দাড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন। এতে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment