হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

 


Indiapost24 Web Desk:বিচারপতির চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বি জে পি তাঁকে তমলুক কেন্দ্র থেকে এবারের লোকসভা  ভোটে প্রার্থী করে। সেই তমলুকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা-ভাঙচুর-সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এমনকী প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা হয়েছে। পুলিশ তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে।

এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে এর আগে এফ আই আর দায়ের হয়েছিল। সেই এফ আই আর -কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন তমলুকের বি জে পি প্রার্থী। তাঁর মামলাটি গৃহীত হয়েছে।  আগামিকাল সেই মামলার শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment