Indiapost24 Web Desk:সামনের বছর ২০২৫ সালে পশ্চিমবঙ্গে একাধিক পুরনিগমে পুর নির্বাচন। কলকাতা পুরনিগমেও ভোট ২৫ সালে। এবারের লোকসভা নির্বাচনে কলকাতার ৪৬টি কেন্দ্রে এগিয়ে বিজেপি। উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক ওয়ার্ডে পিছিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এতে বেজায় ক্ষুব্ধ দলনেত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কোপে কলকাতার মেয়র ববি হাকিম থেকে কলকাতার একাধিক কাউন্সিলর। তাই মমতা ২৫ এর কলকাতা পুর নিগম সহ একাধিক পুর নিগমে নোতুন তাজা মুখ আনতে চাইছে।
দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ববি হাকিমের দীর্ঘদিনই শীতল সম্পর্ক চলেছে। এবারের লোকসভা নির্বাচনে সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মত প্রবীণদের টিকিট দেওয়ার বিরোধী ছিলেন অভিষেক কিন্তু শেষ পর্য্যন্ত কার্যত ভেট প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায় তিন প্রবীণ নেতাকে টিকিট দেন। অভিষেক এই তিন কেন্দ্রে প্রচারেও যান নি। এবার মমতা নিজেই পুর নির্বাচনের আগে নতুন মুখের সন্ধানে নেমে পড়েছেন।
0 comments:
Post a Comment