২১ জুলাই কর্মসূচি বঙ্গ বিজেপির

 



Indiapost24 Web Desk:তৃণমূলকে ধাক্কা দিতে একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসেই রাজ্যজুড়ে নয়া কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। সেই ঘোষণাই গতকাল করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একুশে জুলাই  তৃণমূলের শহিদ দিবসের পাল্টা হিসেবে ওইদিন রাজ্যজুড়ে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে বিজেপি।

ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আজ রাজভবনের সামনে ধর্নায় বসেন শুভেন্দু আধিকারী। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ওই ধর্না মঞ্চে এসেছিলেন বহু মানুষ। এদের মধ্যে বহু মানুষের অভিযোগে তাদের ভোট দিতে দেওয়া হয়নি। পাশাপাশি তারা ভোটের পর থেকেই ঘরছাড়া। আগামী ২১ জুলাই মুখ্যমন্ত্রী যখন ধর্মতলায় শহিদ দিবস পালন করবেন তখন রাজ্যের প্রতিটি জেলার থানায় থানায় গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি।

এদিকে, আগামিকাল থেকে তাঁর পোর্টাল চালু করছেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী কালে যারা সন্ত্রাসের শিকার তাঁরা ওই পোর্টালে গিয়ে নাম লেখাতে পারবেন। তা গোপন রাখা হবে। সেইসব নাম নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করবেন তিনি। পাশাপাশি আইনত যে ব্যবস্থা নেওয়া যায় তা তিনি নেবেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য, সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার থেকে কোনও মানুষ যেন বঞ্চিত না হন।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment