বাংলাদেশ নিয়ে চিন্তা বাড়ছে নয়াদিল্লির

 



Indiapost24 Web Desk:বাংলাদেশে জামাতে ইসলাম, বিএনপি গোষ্ঠীগুলির আত্মপ্রকাশ ঘটছে। সাম্প্রতিক কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে ঢাল করে যে ভাবে ভারত বিরোধী, পাকিস্থানপন্থী শক্তিগুলি শেখ হাসিনার স্বাধীনতা- মুক্তিযুদ্ধ ধারার সরকারকে উচ্ছেদের রাস্তায় সহিংস- সন্ত্রাসের রাস্তায় নামে তাতে নয়াদিল্লির সাউথ ব্লকের রাজনৈতিক, প্রশাসনিক কর্তাদের উদ্বেগ বাড়িয়েছেι

ঢাকার প্রতি সদর্থক বার্তা পাঠানো হয়েছে মোদী সরকারের তরফে। বাংলাদেশের ঘটনা নিয়ে জামাত- বি এন পি চক্রান্তকে দূরে সরিয়ে যে ভাবে কলকাতায় নাম ও অতি বামপন্থী দলের সদস্যরা বিক্ষোভ দেখিয়েছে তাতেও বিস্মিত নয়াদিল্লির প্রশাসনিক মহল। 

এর ওপর বাংলাদেশের ঘটনাবলি নিয়ে কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অযাচিত মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বিদেশ দপ্তর। ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে শেখ হাসিনা প্রশাসন এর প্রতিবাদে মুখর হওয়ায় দিল্লিও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় নেমেছে।

বাংলাদেশের ঘটনাবলির প্রেক্ষিতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা বরাবর পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয়ের মত রাজ্যকে সতর্ক করার পাশে সীমান্তরক্ষী বাহিনীকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশের সরাষ্ট্র মন্ত্রক। কেন ভারত বিরোধিতার রাজনীতি তাঁর খোজ চলছে।

বাংলাদেশের ঘটনাবলি স্নায়ুর চাপে পড়েছে মোদী সরকার। ভারতের বিদেশ দপ্তর, এ দেশের বিদেশমন্ত্রী এস. জয়শংকর বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতির প্রতি নিয়ত নজর রেখে চলেছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ মন্ত্রী জয়শংকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আলোচনা করছেন।

বাংলাদেশে জামাতে ইসলামি, খালেদা জিয়া-তারেক রহমানের বিএনপি  গোষ্ঠীগুলির ভূমিকা পর্যালোচনা করছে ভারত। দেশের নিরাপত্তার বিষয় জোর দেওয়া হয়েছে। ভারত সরকার বাংলাদেশের পরিস্থিতিতে অতি সতর্কতা অবলম্বন করেছেন। বাংলাদেশে পকিস্থানপন্থী ও স্বাধীনতা বিরোধী মৌলবাদীও চরম সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে ক্ষমতায় ফিরতে মরিয়া। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কংগ্রেস-বামপন্থীদের ভূমিকা কি হবে তা নিয়েও চিন্তায় মোদি সরকার। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে আমেদ হোসেন ইমরানের মত হাসিনা-আওয়াযী লীগ বিরোধী, জামাতপন্থীরাও সক্রিয় বলে মনে করছে দেশের বিদেশ দপ্তর। কলকাতা ও লাগোয়া অঞ্চলে জামাতের রাজনীতির প্রভাব রয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment